আমরা স্বপ্ন দেখি অসহায় মানুষগুলোকে হাসাতে, স্বপ্ন দেখি রক্তের জন্য মানুষের হাহাকার দূর করতে, স্বপ্ন দেখি চিকিৎসা সেবার মাধ্যমে বাঁচাতে অসহায়ের প্রাণ। আর সেই লক্ষ্যে লাইফসাইকেলবিডি এর সাথে আপনিও থাকতে পারেন, একজন স্বেচ্ছাসেবী হিসেবে ।
ব্লাড ক্যাম্পিং, মেডিকেল ক্যাম্পইন, এম্বুলেন্স সার্ভিস, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফুঁটাতে, জীবন-মৃত্যু সন্ধিক্ষণে প্রাণ বাঁচাতে আপনিও আর্থিক অনুদান দিয়ে লাইফসাইকেলবিডি এর সাথে থাকতে পারেন, একজন অনুদানকারী হিসেবে।
আমরা ২৪ ঘন্টায় আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের কাজে নিয়োজিত ।