মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্য শাহজাদপুর শান্তি সোসাইটি ও পথচলা সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্য ব্লাড গ্রুপিং ও ডেটাবেস সংরক্ষন কর্মসূচী পালন করা হয়। সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন বাবুল। এ সময় তাঁর সাথে ছিলেন এলাকার গন্যমান্য রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব।
এসময় তাঁরা বিনামূল্য ও স্বেচ্ছায় নেয়া এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, অপরের জন্য নিঃস্বার্থ ভাবে নিজের রক্ত বিলিয়ে দেয়ার চেয়ে বড় আত্মত্যাগ আর হয় না। আর এ ধরনের কাজের মাধ্যমে পথচলার স্বেচ্ছাসেবকদের মানবিয়গুণাবলীর বিকাশ যেমন হবে, তেমনি ভবিষ্যতে কর্মজীবনে দেশপ্রেম ও মানবতার সেবায় উদ্যোগি হতেও সহায়তা করবে।
এছাড়া অনুষ্ঠানে শাহজাদপুর শান্তি সোসাইটি্র সম্মানিত সভাপতি ও পথচলা সামাজিক সংগঠনের সভাপতি ও সেক্রেটারী ছাড়াও পথচলা ক্লাবের সদস্যরা উদ্বোধনী পর্বে অংশ নেন।
ব্লাডইনফবিডির কারিগরি সহায়তায় দিনব্যাপী পরিচালিত এই বিনামূল্য ব্লাড গ্রুপিং ও ডেটাবেস সংরক্ষন কর্মসূচীতে প্রায় হাজার খনেক পুরুষ, মহিলা, শিশু, কিশোর বিনামূল্য তাদের ব্লাড গ্রুপিং জানতে পারেন।
প্রকাশের সময়কাল - 2018-02-28 08:06:46 | নিউজ লিখেছেন - T.i Riaz
প্রকাশের সময়কাল - 2018-02-28 08:06:46 | নিউজ লিখেছেন - T.i Riaz