#
  • #
    Email us

    info@lifecyclebd.org

  • #
    Call Us

    01709848480-1, 01709848482-3, 01709848486-7

#

প্রকাশের সময়কাল | 2020-10-20 02:14:00

খালি পেটে বাদাম ধরে রাখবে যৌবন

বাদামের গুণাগুণ অনেকেই জানেন না। যারা জানেন না তারা একবার চটজলদি চোখ বুলিয়ে নিন। আপনি জানেন কি যৌবন ধরে রাখতে বাদামের অবদান অনস্বীকার্য। বিশেষ করে সারারাত যদি সেই বাদাম জলে ভিজিয়ে রেখে খান তবে তো তার সুফল পাবেনই আপনি।

বাদাম যেভাবে যৌবন ধরে রাখতে সহযোগিতা করে-

১) এই বাদাম মেদ ঝরিয়ে, শরীরে ফোলাভাব কমায়।
২) হজম শক্তি বাড়িয়ে তোলে ভেজানো বাদাম।
৩) ভেজানো বাদামে ভিটামিন B-17 থাকে যা ক্যান্সার প্রতিরোধেও কাজ করে।
৪) শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভেজানো বাদাম। তবে রোজ সকালে খালি পেটে খেলেই ভালো।
৫) গর্ভবতী মহিলাদের পক্ষেও নাকি ভালো এই বাদাম।
৬) বাদামে কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
#LIFECYCLEBD
#HealthAwareness
#Health

 

বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত

আরও সংবাদ

#

স্বাস্থ্য বিয়য়ক কিছু দরকারি টিপস

2021-11-04 01:46:10
#

স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস জরুরি

2020-10-29 03:34:37
#

ভুট্টা খেলে মুক্তি মিলবে যেসব রোগ থেকে

2020-10-29 03:21:01
#

স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস জরুরি

2020-10-29 03:03:26
#

খালি পেটে বাদাম ধরে রাখবে যৌবন

2020-10-20 02:14:00
#

শুধু রস নয়, লেবুর খোসাও স্বাস্থ্যের জন্য উপকারী

2020-10-19 03:07:12